‘দেহ ব্যবসা’ করানো সেই নারী কাউন্সিলর গ্রেফতার


প্রকৌশল প্রতিবেদক, গাজীপুর :
‘দেহ ব্যবসা’ করানো সেই নারী কাউন্সিলর গ্রেফতার
  • Font increase
  • Font Decrease

গাজীপুরে বিউটি পার্লারের আড়ালে ‘দেহ ব্যবসা’ করানো সেই নারী কাউন্সিলরকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে রাজধানীর দক্ষিণখান থেকে তাকে গ্রেফতার করে সংস্থাটি। গ্রেফতারকৃত ব্যক্তি গাজীপুর সিটি করপোরেশনের ১৬, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর রোকসানা আহমেদ রোজী (৪০)।

এরআগে, গত সোমবার স্থানীয়রা বাসন থানায় অভিযোগ করেন- আনন্দ বিউটি পার্লারের আড়ালে কর্মীদের দিয়ে অসামাজিক কাজ করাচ্ছেন কাউন্সিলর রোজী। স্থানীয়দের এমন অভিযোগের প্রেক্ষিতে সেখানে অভিযান চালিয়ে এক নারী কর্মীকে উদ্ধার করে পুলিশ। পরদিন মঙ্গলবার গাজীপুর মহানগরির বাসন থানায় রোজী ও নগরীর গ্রেটওয়াল সিটির মোফাজ্জল হোসেনের বাড়ির কেয়ারটেকার মো. নূরুল হক (৬৫) এর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী ওই নারী। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, চার মাস আগে নারী কাউন্সিলর রোজী চান্দনা চৌরাস্তার রহমান শপিংমলে তার পরিচালিত আনন্দ বিউটি পার্লারে তাকে চাকরি দেন। কিছু দিন পর ওই এলাকার গ্রেটওয়াল সিটিতে নারী কাউন্সিলরের ভাড়া বাসার ফ্ল্যাটে নিয়ে তাকে দিয়ে বিউটি পার্লারের কাজ করানো হয়। পাশাপাশি তাকে কাজের মেয়ের পরিচয় দিয়ে জোরপূর্বক ঘরে বিভিন্ন ধরনের কাজ করানো হতো। এতে প্রতিবাদ করলে হুমকি দেয়া হতো।

জিএমপির উপ-কমিশনার জাকির হোসেন বলেছেন, এ ঘটনায় তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে। রোজীর বিরুদ্ধে আনা অভিযোগ খতিয়ে দেখার জন্য কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর সিটির মেয়র জাহাঙ্গীর আলম। অভিযোগ প্রমাণিত হলে রোজীকে কাউন্সিলর পদ থেকে বহিষ্কারের কথাও জানান তিনি।

পার্লারের আড়ালে ‘দেহ ব্যবসা’ চালাতেন নারী কাউন্সিলর

প্রকৌশল নিউজ/এস