পলাশবাড়ীতে অস্থায়ীভাবে আ. লীগের দলীয় কার্যালয় উদ্বোধন


মো. ফেরদাউছ মিয়া,পলাশবাড়ী, গাইবান্ধা:
পলাশবাড়ীতে অস্থায়ীভাবে আ. লীগের দলীয় কার্যালয় উদ্বোধন
  • Font increase
  • Font Decrease

গাইবান্ধার পলাশবাড়ীতে আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভেঙ্গে নতুন ভবন নির্মাণ কাজ চলমান থাকায় আপাতত দলীয় কার্যালয় না থাকায় আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের দলীয় কার্যক্রম পরিচালনা ব্যাহত হচ্ছে। দলকে সুসংগঠিত ও দলীয় কার্যক্রম অব্যাহত রাখার উপর গুরুত্ব দিয়ে পলাশবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নিচতলায় দলটির অস্থায়ী কার্যালয় করার উদ্যোগ গ্রহণ করেন স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃ উম্মে কুলসুম স্মৃতি।

এরই ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগ দলীয় (অস্থায়ী) কার্যালয়ের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও গাইবান্ধা-৩ ( পলাশবাড়ী- সাদুল্লাপুর)  আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি।

এসময়  উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামলীগের সহ-সভাপতি অধ্যক্ষ সাইফুলার রহমান চৌধুরী তোতা, ভিপি রফিকুল ইসলাম, আলী রেজা মোস্তফা গোলাপ, শহিদুল ইসলাম বাদশা, আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক রেজানুর রহমান ডিপটি, যুগ্ন সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নির্মল কুমার মিত্র, উপজেলা যুবলীগের সভাপতি রাসেল মাহমুদ তাপস,সাধারণ সম্পাদক তুষার সরকার বাবু, জাতীয় শ্রমিকলীগ সভাপতি আবুল কালাম আজাদ সাবু, সাধারণ সম্পাদক মাহমুদুজ্জামান প্রান্ত, কৃষকলীগ সভাপতি মোহাব্বতজান চৌধুরী, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পাপুল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সভাপতি আশরাফুল ইসলাম তিতাস, সাধারণ সম্পাদক সাংবাদিক আশরাফুল ইসলাম, তাতীলীগের সভাপতি আকতারুজ্জামান টিটু, সাধারণ সম্পাদক সাকলাইন মাহমুদ সজীব, মৎস্যজীবীলীগের সভাপতি রাসেল, সেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক শাহজালাল মন্ডলসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সম্পাদকগণসহ নেতৃবৃন্দ ও সকল সদস্যগণ।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় শ্রমিকলীগ গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক বাবু সুদাংশু কুমার রায়।  উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম ।