সাংবাদিকতায় সংশ্লিষ্ট না থাকায় পলাশবাড়ী প্রেসক্লাবের ২ সদস্যকে অব্যাহতি


প্রকৌশল নিউজ :
সাংবাদিকতায় সংশ্লিষ্ট না থাকায় পলাশবাড়ী প্রেসক্লাবের ২ সদস্যকে অব্যাহতি

ফাইল ছবি

  • Font increase
  • Font Decrease

গাইবান্ধার পলাশবাড়ী প্রেসক্লাবের ২ সদস্যকে অব্যাহতি দেওয়া হয়েছে। সদস্যরা হলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম মোকছেদ চৌধুরী বিদুৎ ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন। 

রোববার ২০ মার্চ পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন ও সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান স্বপন স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

চিঠিতে বলা হয়, ১৯৮২ সালে প্রতিষ্ঠিত প্রেসক্লাবটিতে তারা দীর্ঘ দিন সাংবাদিকতায় সংশ্লিষ্ট না থেকেও ‘প্রেসক্লাব’ সদস্য পদে অধিষ্ঠিত রয়েছেন। এ অবস্থায় গত ২৮ ফেব্রুয়ারী প্রেসক্লাব কার্যনির্বাহী কমিটির মাসিক সভায় সর্ব-সম্মতিক্রমে গৃহীত এক সিদ্ধান্তে সাংবাদিকতার সাথে সম্পৃক্ত না থাকার কারণে তাদের ‘পলাশবাড়ী প্রেসক্লাব’ সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।