মেঘনায় নিখোঁজ ৩ জেলের মরদেহ উদ্ধার
নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে জাটকা ধরতে চাঁদপুরে মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে ঝড়ে পড়ে নিখোঁজ তিন জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
চাঁদপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, দুইজনের লাশ মঙ্গলবার সকালে আর অন্যজনের লাশ সোমবার উদ্ধার করেন তারা।
নিহতরা হলেন- সদর উপজেলার গোবিন্দিয়া গ্রামের আলমগীর হাওলাদার, মোহাম্মদ আলী দেওয়ান ও মুনসুর আলী বেপারী।
ওসি রশিদ বলেন, রোববার ঝড় হলে মেঘনায় পাঁচ জেলে নিখোঁজ হন। তাদের মধ্যে তিনজনের লাশ হানারচরের নৌপুলিশ হানারচরের মেঘনা নদী থেকে উদ্ধার করে। এখনও দুইজন নিখোঁজ রয়েছে বলে স্থানীয়রা পুলিশকে জানিয়েছে।
হানারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সাত্তার রাঢ়ী বলেন, রোববার সন্ধ্যায় জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে জাটকা ধরতে নামে। হঠাৎ করে ঝড় শুরু হলে তারা সবাই ঝড়ের মধ্যে পড়ে নদীতে ডুবে যায়। ঘটনার পর কয়েকজন জেলে নিখোঁজ হয়।
খবর পেয়ে সোমবার সকাল থেকে চাঁদপুরের নৌ ফায়ার সার্ভিসকর্মী ও নৌপুলিশ উদ্ধার অভিযান শুরু করে।
মাছের বংশবৃদ্ধির জন্য মাছ বেড়ে ওঠার প্রধান মৌসুম হিসেবে সরকার মার্চ-এপ্রিল দুই মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে মাছের প্রধান প্রাকৃতিক উৎস এলাকায়।