কচুরিপানার মধ্যে স্বামী-স্ত্রীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
মাদারীপুরের কালকিনি উপজেলার একটি খালে কচুরিপানার মধ্যে থেকে স্বামী-স্ত্রী হা-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, স্বামী মোয়াজ্জেম সরদার (৪২) ও তার স্ত্রী মোকসেদা বেগম (৩৪) গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন।
শুক্রবার দুপুরে উপজেলার আলীনগর এলাকার রাজাচর গ্রামের একটি খাল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, গত সোমবার রাতে ওই দম্পতি বাড়ি থেকে হঠাৎ করেই নিখোঁজ হন। সেদিন রাত থেকেই পরিবারের লোকজন তাদের খোঁজাখুজি শুরু করেন। অবশেষে শুক্রবার দুপুরে ওই এলাকার হাবিব বেপারীর বাড়ির পাশের একটি খালে কচুরিপানার মধ্যে তাদের হাত-পা বাঁধা মরদেহ দেখতে পায় পরিবার ও এলাকাবাসী। পরে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, সন্তানদের সঙ্গে রাতের খাবার খাওয়া শেষে সবাই ঘুমানোর জন্য যার যার ঘরে চলে যান। সকালে তার মেয়ে বাবা-মায়ের ঘরের দরজা খোলা পায় তবে বাবা-মা কাউকে ঘরে দেখতে পায়নি। পরে এ ঘটনায় কালকিনি থানায় একটি মামলা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মোয়াজ্জেম একটি হত্যা মামলার সাক্ষী ছিলেন। হয়তবা এর জেরেই এ হত্যার ঘটনা ঘটতে পারে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আশফাক রাসেল বলেন, খবর পেয়ে নিহত দুজনের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর বলা যাবে কিভাবে তাদের হত্যা করা হয়েছে।
প্রকৌশল নিউজ/শা