ধান ভাগাভাগি নিয়ে বর্গাচাষিকে পিটিয়ে হত্যা
ধান ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে সিলেটে ময়না মিয়া নামে এক বর্গাচাষিকে পিটিয়ে হত্যা করেছে জমির মালিক পক্ষ। শুক্রবার দুপুর দেড়টার দিকে জেলার সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের জাতু গ্রামে এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় ময়না মিয়ার দুই ভাইসহ তিনজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের আব্দুস সুবহানের মালিকানাধীন জমিতে বোরো ধান বর্গাচাষ করেন ময়না মিয়া। শুক্রবার ধান কাটার পর ভাগাভাগি নিয়ে আব্দুস সুবহানের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। এ সময় আবদুস সুবহানের পক্ষের লোকজন অতর্কিত হামলা চালিয়ে ময়না মিয়াকে পিটিয়ে হত্যা করেন। এসময় তার দুই ভাই সহ তিনজন ময়না মিয়াকে রক্ষা করতে এগিয়ে এলে তাদেরও পিটিয়ে আহত করা হয়।
সিলেটের গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ধান ভাগাভাগি নিয়ে প্রথমে ময়না মিয়ার ছেলেদের সঙ্গে তর্ক-বিতর্কে জড়ান আব্দুস সুবহান ও তার লোকজন। পরিস্থিতি নিরসনে ময়না মিয়া এগিয়ে এলে প্রতিপক্ষের আঘাতে তার মৃত্যু হয়।
তিনি বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অন্যদেরও আটকের চেষ্টা চলছে। আগামী শনিবার ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।