জমকালো আয়োজনে গ্লোবাল বিজনেস এন্ড সিএসআর অ্যাওয়ার্ড অনুষ্ঠিত


প্রকৌশল প্রতিবেদক :
জমকালো আয়োজনে গ্লোবাল বিজনেস এন্ড সিএসআর অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
  • Font increase
  • Font Decrease

গুনীজনদের সম্মাননা দিলে তাদের উৎসাহ বাড়ে, নতুন নতুন উদ্যোগ নেয়, ফলে উপকৃত হয় সাধারণ মানুষ। তাই গুনীজনদের সম্মান জানানো উচিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী তাজুল ইসলাম।

শনিবার সন্ধ্যায় বাংলাদেশ-আমেরিকান চেম্বার অব কমার্স ইউএসএ (বাংলাদেশ চ্যাপ্টার) আয়োজিত গ্লোবাল বিজনেস এন্ড সিএসআর অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ মুরাদ হাসান বলেন, কর্পোরেট সেক্টরসহ অন্যান্য সেক্টরের বিশিষ্টজনদের সম্মানিত করার এ আয়োজনের সংবাদ বেশি বেশি যাতে প্রচার হয় সেদিকে নজর দিতে হবে। নতুন এ আয়োজনে বিস্ময় প্রকাশ করে  এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের  প্রতিমন্ত্রী ডাঃ মো. এনামুর রহমান এমপি বলেন, কোভিডকালীন বছরটিতে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মানিত করায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা। নিয়মিত আয়োজন করার জন্যও  বাংলাদেশ-আমেরিকান চেম্বার অব কমার্স ইউএসএ (বাংলাদেশ চ্যাপ্টার) কে অনুরোধ করেন তিনি। 

রাজধানীর র‌্যাডিসন  ব্লুর  ওয়াটার গার্ডেনে আয়োজিত তারকাসমৃদ্ধ গ্লোবাল বিজনেস এন্ড সিএসআর অ্যাওয়ার্ড-এ আজীবন সম্মাননা পেয়েছেন আব্দুল মোনেম লিমিটেড (মরনোত্তর), আলী যাকের, (মরনোত্তর) নুরুল ইসলাম বাবুল, (মরনোত্তর), সৈয়দ শাহরিয়ার আহসান (বীমা খাত), ফরিদা ইয়াসমিন (নারী সাংবাদিক) এবং এফ আর খান (প্রকৌশল সেবা)। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানী লিমিটেডের চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ এবং ইয়ুথ কমার্শিয়াল কমিউনিকেশন ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট কামাল উদ্দিন, র‍্যাডিশনের ম্যানেজার আলেক্সাজান্ডার হোয়েসলার, ইউরোপীয়ান প্রধান এন্ড্রিওসসহ তিন শতাধিক অতিথি।

এসময় বাংলাদেশ-আমেরিকান চেম্বার অব কমার্স, ইউএস (বাংলাদেশ চ্যাপ্টার)-এর ভাইস প্রেসিডেন্ট রাজু আলীম বলেন, করোনাকালীন সময়ে যেভাবে বাংলাদেশের ১৭ কোটি মানুষকে সেবা দিয়েছে বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠান, সে হিসেবে সবাইকে পুরস্কৃত করতে পারলে ভালো লাগতো। তা তো আর সম্ভব নয়, সে কারণেই সীমিত আকারে আয়োজন করতে হয়েছে। তবে এমন আয়োজন অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন তিনি। 

ঢাকা ওয়াসার মহাপরিচালক তাকসিম এ খান, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন, বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান জসিম উদ্দীন, জায়ান্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফারুক হাসান, মেট্রোসেম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ, বিসিকের চেয়ারম্যান মোশতাক হাসান এনডিসি, বিকাশের সিইও কামাল কাদির, এসোসিয়েশন অব চার্ডার্ট সার্টিফায়েড একাউন্টেন্টস-এসিসিএ’র কান্ট্রি ম্যানেজার এহসানুল হক বাশার, প্রাইম ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহতাবুর রহমান, প্রাইম ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ আলী ফরহাদ, জেনিথ ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ বেলাল উদ্দিন আহমেদ, আইগ্লোবাল ইউনিভার্সিটি এন্ড পিপলএনটেক এবং এনআরবি কানেক্ট টিভির চেয়ারম্যান ও সিইও আবু বকর হানিফ, ট্রাস্ট ব্যাংকের ব্যব্স্থাপনা পরিচালক ও সিইও ফারুক মঈনউদ্দিন আহমেদ, ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরফান আলী, গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স, ফুডপান্ডার ব্যবস্থাপনা পরিচালক আমবারীন রেজা, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ যুবায়ের আহমেদ, রুপায়ন সিটির ব্যবস্থাপনা পরিচালক মাহির এ খান, উইমেন এন্ড ই-কমার্সের প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা, হারনেট টিভির সিইও আলিশা প্রধান এবং বেস্ট সিএসআর অ্যাওয়ার্ড পেয়েছেন নানজিবা খান। 

পাওয়ার কাপল অ্যাওয়ার্ড পেয়েছেন:

প্রফেসর ডাঃ মামুন আল মাহতাব/প্রফেসর ডাঃ নুজহাত চৌধুরী,

ববি হাজ্জাজ/রাসনা ইমাম,

তাহসিন আমান/নুসরাত ফিরোজ আমান,

মোস্তফা খালিদ পলাশ/ সাজিয়া ইসলাম অন্তন,

শেহনাজ সামস/ সিগমা মেহেদী,

প্রফেসর ইমরান রহমান/হুমায়রা খান এবং

সালাউদ্দিন চৌধুরী/মাকসুদা চৌধুরী । 

পুরস্কার বিতরণী ছাড়াও প্রদর্শিত হয়েছে তথ্য চিত্র, শর্টফিল্ম দ্য আনওয়ানটেড টুইন। সিনেমার গানের সঙ্গে তাল মিলিয়ে মঞ্চে আলো ছড়িয়েছেন চিকিৎসক, অভিনেত্রী এবং মডেল জাকিয়া মুন। সেই সাথে লাইফস্টাইল প্রোডাক্ট মাহা’র লঞ্চিং করা হয়েছে। ছিলো , ফ্যাশন শো, নাচ, গান, সেলিব্রিটি এনড্রোসমেন্টসহ অনেক চমক। 

গ্লোবাল বিজনেস এন্ড সিএসআর অ্যাওয়ার্ডের ইভেন্ট পার্টনার ছিলো টেলিভিশন এন্ড প্রেস মিডিয়া(টেলিপ্রেস), কো পার্টনার ছিলো হারনেট টেলিভিশন এবং ইম্লিমেন্টেশন পার্টনার ছিলো দ্য ফ্লাগ গার্ল।