ডিসেম্বরে মূল্যস্ফীতি কমেছে


নিজস্ব প্রতিবেদক :
ডিসেম্বরে মূল্যস্ফীতি কমেছে
  • Font increase
  • Font Decrease

গত ডিসেম্বর মাসে দেশের মূল্যস্ফীতি কিছুটা হ্রাস পেয়ে গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১০ দশমিক ৮৯ শতাংশে। একই সময়ে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ১২ দশমিক ৯২ শতাংশ।

এর অর্থ হলো, ২০২৩ সালের ডিসেম্বর মাসে যে পণ্য বা সেবার জন্য ১০০ টাকা খরচ করতে হতো, ২০২৪ সালের ডিসেম্বরে একই পণ্য বা সেবার জন্য বাড়তি ১০ টাকা ৮৯ পয়সা খরচ করতে হয়েছে। অবশ্য খাদ্যপণ্য কিনতে বাড়তি খরচ হয়েছে ১২ টাকা ৯২ পয়সা।

সোমবার (৬ জানুয়ারি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত ভোক্তামূল্য সূচক বা সিপিআইয়ে এ তথ্য উঠে এসেছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বরে পয়েন্ট-টু-পয়েন্ট খাদ্য মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ১২ দশমিক ৯২ শতাংশ। ২০২৪ সালের নভেম্বর মাসে যেটি ছিল ১৩ দশমিক ৮০ শতাংশ।

এদিকে নভেম্বর মাসে সার্বিক খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৩৯ শতাংশ থাকলেও ডিসেম্বর মাসে সেটি কমে ৯ দশমিক ২৬ শতাংশে দাঁড়িয়েছে।

শহর ও গ্রামীণ উভয় ক্ষেত্রেই পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতির হারও কমেছে গত ডিসেম্বর মাসে। ২০২৪ সালের ডিসেম্বরে গ্রামীণ এলাকায় পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যাস্ফীতির হার ছিল ১১ দশমিক ৯ শতাংশ। যা ২০২৪ সালের নভেম্বরে ছিল ১১ দশমিক ৫৩ শতাংশ।

গ্রামীণ এলাকায় খাদ্য মূল্যস্ফীতি ২০২৪ সালের ডিসেম্বরে ১২ দশমিক ৬৩ শতাংশ হয়েছে। যা ২০২৪ সালের নভেম্বরে ছিল ১৩ দশমিক ৪১ শতাংশ। এছাড়া অ-খাদ্য মূল্যস্ফীতি ২০২৪ সালের ডিসেম্বরে  ৯ দশমিক ৬৫ শতাংশে নেমে এসেছে। যা ২০২৪ সালের নভেম্বরে ছিল ৯ দশমিক ৭২ শতাংশ।

অন্যদিকে, ২০২৪ সালের ডিসেম্বরে শহরাঞ্চলে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতির হার ছিল ১০ দশমিক ৮৪ শতাংশ। যা ২০২৪ সালের নভেম্বরে ছিল ১১ দশমিক ৩৭ শতাংশ।

২০২৪ সালের ডিসেম্বরে শহরাঞ্চলে খাদ্য মূল্যস্ফীতির হার ছিল ১৩ দশমিক ৫৬ শতাংশ। যা ২০২৪ সালের নভেম্বরে ছিল ১৪ দশমিক ৬৩ শতাংশ। এছাড়া ২০২৪ সালের ডিসেম্বরে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ১৭ শতাংশ। যা ২০২৪ সালের নভেম্বরে ছিল ৯ দশমিক ৩১ শতাংশ।

২০২৪ সালের ডিসেম্বরে জাতীয় পর্যায়ে মজুরি হার (সাধারণ) হয়েছে ৮ দশমিক ১৪ শতাংশ (পয়েন্ট- টু-পয়েন্ট)। যা ২০২৪ সালের নভেম্বরে ছিল ৮ দশমিক ১০ শতাংশ।