শেয়ারবাজার খোলা থাকছে সীমিত পরিসরে


প্রকৌশল প্রতিবেদক :
শেয়ারবাজার খোলা থাকছে সীমিত পরিসরে
  • Font increase
  • Font Decrease

মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী সর্বাত্মক লকডাউনের মধ্যেও সীমিত ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এরই ধরাবাহিকতায় ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে সঙ্গতি রেখে শেয়ারবাজারে লেনদেন চালু রাখার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বৃহস্পতিবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলাপ করে বিএসইসির এ সিদ্ধান্ত নিয়েছে।

বিএসইসির সিদ্ধান্তু অনুযায়ী, লকডাউনের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই-সিএসই) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শেয়ারবাজারে লেনদেন চলবে। এছাড়া, যথারীতি প্রি-ওপেনিং বন্ধ থাকছে এবং ১৫ মিনিটের পোস্ট ক্লোজিং সেশন চালু থাকবে।

ফলে বুধবার (১৪ এপ্রিল) পয়েলা বৈশাখ উপলক্ষে সরকারি ছুটি থাকায় শেয়ারবাজার বন্ধ থাকবে। এরপরে বৃহস্পতিবার (১৫ এপ্রিল) থেকে যথারীতি নতুন সিদ্ধান্ত অনুযায়ী শেয়ারবাজারে লেনদেন চালু থাকবে।

এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, ‘যেহেতু ব্যাংকিং কার্যক্রম চলবে, সেহেতু শেয়ারবাজারে খোলা থাকবে। সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শেয়ারবাজারে লেনদেন কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।’

প্রকৌশল নিউজ/এমএস