পুঁজিবাজার নিয়ে গুজব রটনাকারীদের চিহ্নিত করতে তদন্ত কমিটি


প্রকৌশল নিউজ:
পুঁজিবাজার নিয়ে গুজব রটনাকারীদের চিহ্নিত করতে তদন্ত কমিটি
  • Font increase
  • Font Decrease

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ারবাজার নিয়ে গুজব রটনাকারীদের চিহ্নিত করতে তদন্ত কমিটি গঠন করেছে ।

সোমবার বিএসইসির পরিচালক রাজীব আহমেদকে প্রধান করে চার সদস্যের এই তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- শেয়ার ও বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাব সংরক্ষণকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) অ্যাপ্লিকেশনের সাপোর্টের প্রধান মঈনুল হক, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) উপমহাব্যবস্থাপক আবু নুর মোহাম্মদ হাসানুল করিম ও সার্ভিল্যান্স বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মাহফুজুর রহমান।

বিএসইসির আদেশে বলা হয়, সাম্প্রতিক সময়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, লিংকড-ইন, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার নিয়ে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে। বিনিয়োগকারীদের স্বার্থে এ ধরনের গুজব ছড়ানোর সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা জরুরি। তাই জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।