দেশে চলতি অর্থবছরে ৬.৮% প্রবৃদ্ধির পূর্বাভাস এডিবির


প্রকৌশল প্রতিবেদক :
দেশে চলতি অর্থবছরে ৬.৮% প্রবৃদ্ধির পূর্বাভাস এডিবির
  • Font increase
  • Font Decrease

দেশে চলতি ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি ৬ দশমিক ৮ শতাংশ বাড়বে বলে মনে করছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), যা সরকারের লক্ষ্যমাত্রার চেয়ে কম।

বুধবার (২২ সেপ্টেম্বর) এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ঢাকা অফিস থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুকের ওই প্রতিবেদনে বলা হয়, উৎপাদন খাত শক্তিশালীকরণ, বৈশ্বিক অর্থনীতিতে অব্যাহত সম্প্রসারণ ও সরকারের কার্যকর পুনরুদ্ধারের নীতির ওপর ভিত্তি করে এই পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। অর্থবছর শেষে মুদ্রাস্ফীতি কিছুটা বেড়ে ৫ দশমিক ৮ শতাংশ হওয়ার আশঙ্কা করছে এডিবি।

প্রতিবেদনে আরও বলা হয়, করোনা মহামারির মধ্যেও বাংলাদেশের অর্থনীতির পুনরুদ্ধার প্রক্রিয়া ভালোভাবে অব্যাহত রয়েছে। ২০২২ অর্থবছরে মুদ্রাস্ফীতি কিছুটা বেড়ে ৫.৮ শতাংশ, ঘাটতি অর্থবছরে জিডিপির ০.৬ শতাংশ হবে। তবে অর্থনীতির প্রধান ঝুঁকি হলো করোনা ভাইরাস রোগের পুনরায় বৃদ্ধি।

প্রসঙ্গত, চলতি অর্থবছরে সরকারের লক্ষ্যমাত্রা রয়েছে ৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের। গত অর্থবছরে করোনা প্রাদুর্ভাবের মধ্যেও ৫ দশমিক ৪৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

প্রকৌশলনিউজ/সু