নগরপিতা নির্বাচনে কঠোর নিরাপত্তায় চট্টগ্রাম


প্রকৌশল নিউজ রির্পোট:
নগরপিতা নির্বাচনে কঠোর নিরাপত্তায় চট্টগ্রাম
  • Font increase
  • Font Decrease

রাত পোহালেই চট্টগ্রাম সিটি নির্বাচনের ভোট। শেষ হচ্ছে ভোটারদের অধির অপেক্ষার পালা। জানা যাবে কে হচ্ছে নগর পিতা। এবারের নির্বাচনে ভোটের জন্য প্রস্তুত ৭৩৫ কেন্দ্র। তবে এরমধ্যে ঝুঁকিপূর্ণ চারশোর বেশি। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নিরাপত্তার মোড়কে পুরো নগরী। আবারো নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার আশ্বাস দিলেন রিটানিং কর্মকর্তা। 

টানা ১৭ দিনের জমজমাট প্রচার প্রচারণা শেষে নগরবাসীর রায় নিতেই চট্টগ্রামের জিমনেসিয়ামে এই আয়োজন। মঙ্গলবার সকাল থেকেই ইলেক্ট্রনিক ভোটিং মেশিনসহ অন্যান্য সরঞ্জাম পৌছে দেয়া হয় নগরীর ৭৩৫টি ভোট কেন্দ্রে।

রিটানিং কর্মকর্তা মো. হাসানুজ্জামান জানিয়েছেন ৪১টি ওয়ার্ডে ৪১৬টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ ধরে বাড়ানো হয়েছে নিরাপত্তা।

এদিকে ভোটকে ঘিরে নগরীতে বাড়তি নিরাপত্তার  নিশ্চিত করা হয়েছে বলে জানান সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

এদিকে প্রথমবারের মত চট্টগ্রাম সিটির পূর্নাঙ্গ ইভিএম পদ্ধতির ভোটকে ঘিরে ভোটারদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। নগরীজুড়ে শিথিল করা হয়েছে গণপরিবহণ চলাচল। বাড়ানো হয়েছে বিজিবি ও র‌্যাবের টহল।