সভাপতি ফরিদা ইয়াসমিন, সম্পাদক ইলিয়াস খান


প্রকৌশল নিউজ:
সভাপতি ফরিদা ইয়াসমিন, সম্পাদক ইলিয়াস খান
  • Font increase
  • Font Decrease

জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির ২০২১-২২ মেয়াদের নির্বাচনে সভাপতি পদে ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক পদে ইলিয়াস খান নির্বাচিত হয়েছেন।

এছাড়া, সিনিয়র সহ-সভাপতি হাসান হাফিজ, সহ-সভাপতি রেজোয়ানুল হক রাজা, যুগ্ম সাধারণ সম্পাদক মাঈনুল আলম, কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী। কার্য নির্বাহী সদস্য পদে আয়ুব ভূইয়া, জাহিদুজ্জামা ফারুক, ভানুরঞ্জন চক্রবর্তী, রহমান মুস্তাফিজ, রেজানুর রহমান, শাহনাজ সিদ্দিকী সোমা, সৈয়দ আবদাল আহমদ, কাজী রওনা হোসেন, বখতিয়ার রানা, শাহনাজ বেগম পলি সদস্যদের ভোটে নির্বাচিত হন। 

জাতীয় প্রেস ক্লাবে মোট ভোটার সংখ্যা ১১৫১।  মোট ভোট পড়েছে ১ হাজার। ভোটার উপস্থিতির হার শতকরা ৮৬.৮৮ । 

জাতীয় প্রেসক্লাবে প্রথম নারী সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ফরিদা ইয়াসমিন।

জ্যেষ্ঠ সাংবাদিক মো. মোস্তফা-ই-জামিলের নেতৃত্বে সাত সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি এ নির্বাচন পরিচালনা করেন। কমিটির অন্য সদস্যরা হলেন জাফর ইকবাল, মোস্তাফিজুর রহমান, এসএম শওকাত হোসেন, গৌতম অরিন্দম বড়ুয়া (শেলু বড়ুয়া), শামীমা চৌধুরী ও মো. মনিরুজ্জামান।

নির্বাচনে ১৭টি পদের বিপরীতে ৪৬ জন প্রার্থী লড়ছেন। বৃহস্পতিবার সকাল ৯টায় শুরু হওয়া এ ভোট বিরতিহীনভাবে বিকাল ৫টা পর্যন্ত চলে।