ক্রিকেটার হতে চেয়েছিলেন কাবিলা খ্যাত পলাশ
ক্রিকেটার হতে চেয়েছিলেন ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিক নাটকের ব্যাপক দর্শকপ্রিয় চরিত্র ‘কাবিলা’খ্যাত জিয়াউল হক পলাশ।
পলাশ জানান, স্কুল-কলেজে ক্রিকেটার হওয়ার দৌড়ে ছিলেন। সেখান থেকে ছিটকে গিয়েছেন। কিন্তু প্রকৃতি সেটা পুষিয়ে দিয়েছে অন্যভাবে।
তিনি বলেন, ‘আমার আজকের যে জনপ্রিয়তা- তা তো হওয়ার কথা ছিল না। হুট করেই হয়েছে। এজন্য আমি সৃষ্টিকর্তার কাছে দারুণভাবে কৃতজ্ঞ। তাই বলে আমার মধ্যে বিন্দুমাত্র অহংকারবোধ তৈরি হবে- এটা আমি চাই না।’
রাজধানীতে বড় হয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘আমি ছোটবেলা থেকে ঢাকার নাখালপাড়ায় বড় হয়েছি। এই পাড়ায় এখনো আছি। এখানের মানুষজন জানে আমার কোনো পরিবর্তন হয়েছে কি না। আমি এখনো স্বাভাবিকভাবেই চলাফেরা করি, কারণ কেউ যদি আমার সঙ্গে ৩০০ সেলফিও তুলতে আসে, আমি 'প্যারা' বোধ করি না।’
নোয়াখালীর মানুষকে হেয় করে ব্যাচেলর পয়েন্টে তুলে ধরা হচ্ছে নেটিজেনদের পক্ষ থেকে এমন প্রশ্নের জবাবে পলাশ বলেন, ‘এখানে তো বরিশালের শুভও রয়েছে, কাশিমপুরের পাশা ভাই রয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন চরিত্র আসছে, চলে যাচ্ছে- তাহলে কি সবাই নিজ নিজ জেলার বদনাম করছে? আদতে তা নয়, এটা নিছক বিনোদন। এটাকে অন্যভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। ভালোমন্দ মিলিয়ে আমাদের সমাজ, আমাদের দেশ।’
ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিক নাটকেরনাটকের কয়েকটি পর্ব নোয়াখালীতে দৃশ্য ধারণ করা হয়। নাটকটিতে কাবিলা চরিত্রটি অনেক জনপ্রিয়।
প্রকৌশল নিউজ/এস