দ্বিতীয়বারও করোনা পজিটিভ রিয়াজ


প্রকৌশল নিউজ :
দ্বিতীয়বারও করোনা পজিটিভ রিয়াজ
  • Font increase
  • Font Decrease

দ্বিতীয়বারের মতো করোনা রিপোর্ট পজিটিভ এসেছে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা রিয়াজ আহমেদের। তবে তিনি স্বাভাবিক খাবার খেতে পারছেন বলে জানিয়েছেন রিয়াজ নিজেই।

গত ২৮ মার্চ রাজধানীর একটি হাসপাতালে কোভিড-১৯ টেস্ট করান রিয়াজ। পরদিন ২৯ মার্চ রিপোর্ট হাতে পান। এরপর থেকে বাসায় চিকিৎসা নিচ্ছেন তিনি৷ তবে এ নায়ক তার শারীরিক অবস্থার সর্বশেষ খবর জানাতে গিয়ে সুখবরই দিলেন। আগের চেয়ে বেশ ভালো আছেন তিনি৷ দ্বিতীয়বার পরীক্ষা করিয়ে সেখানে অবশ্য করোনা পজিটিভই এসেছে৷ তবে শারীরিক উন্নতিটা উপলব্ধি করতে পারছেন।

এদিকে রিয়াজ অভিনীত 'অপারেশন সুন্দরবন' সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে৷ দীপঙ্কর দীপন পরিচালিত এ সিনেমায় 'দুই দুয়ারী'খ্যাত এ নায়ককে দেখা যাবে র‍্যাব অফিসারের ভূমিকায়।

শ্যাম বেনেগাল পরিচালিত ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের শুটিংয়ে অংশ নিতে তার ভারতে যাওয়ার কথা। ‘বঙ্গবন্ধু’ ছবিতে তাজউদ্দীন আহমেদের চরিত্রে অভিনয় করার কথা ছিল রিয়াজের। শুরুতে এই চরিত্রে অভিনয়ের কথা ছিল দেশের আরেক জনপ্রিয় নায়ক ফেরদৌসের। কিন্তু ভারতে প্রবেশ সংক্রান্ত নিষেধাজ্ঞায় শেষ পর্যন্ত তার আর ছবিটিতে অভিনয়ের সুযোগ হয়নি। ফেরদৌসের পরিবর্তে এই চরিত্রে নেওয়া হয় রিয়াজকে।

প্রকৌশল নিউজ/এমএস