করোনায় নির্মাতা মাসুদ কায়নাতের মৃত্যু


প্রকৌশল প্রতিবেদক:
করোনায় নির্মাতা মাসুদ কায়নাতের মৃত্যু
  • Font increase
  • Font Decrease

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন বিজ্ঞাপন ও চলচ্চিত্র নির্মাতা মাসুদ কায়নাত। সোমবার (৫ এপ্রিল) সন্ধ্যার পর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি...রাজিউন)

তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন চলচ্চিত্র নির্মাতা মনিরুল ইসলাম সোহেল। তিনি বলেন, ৫-৬ দিন আগে কায়নাতের করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার রাতেই কায়নাতের মরদেহ তার গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগরে নিয়ে যাওয়া হবে। সেখানেই তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

কায়নাত মূলত একজন বিজ্ঞাপন নির্মাতা ছিলেন। চলচ্চিত্র ও নাট্যনির্মাতা হিসেবেও তার পরিচিতি রয়েছে। নিজের লেখা গল্পে তার একমাত্র পরিচালিত চলচ্চিত্র ‘বেইলী রোড’।

প্রকৌশল নিউজ/এমএস