লাইফ সাপোর্টে অভিনেত্রী কবরী


প্রকৌশল নিউজ :
লাইফ সাপোর্টে অভিনেত্রী কবরী
  • Font increase
  • Font Decrease

করোনাভাইরাসে আক্রান্ত অভিনেত্রী সারাহ বেগম কবরী এখন লাইফ সাপোর্টে (কৃত্রিম শ্বাস-প্রশ্বাস ব্যবস্থায) আছেন। কবরীর শারীরিক অবস্থার অবণতি হওযায় বৃহস্পতিবার বিকালে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয় ।

বর্তমানে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন আছেন কবরী।

কবরীর ছেলে শাকের চিশতী এক ভিডিও বার্তায় বলেছেন, আম্মার (কবরী) অক্সিজেন ওঠানামা করছে। এটা ভালো লক্ষণ নয়, তিনি প্রাণপণ লড়ছেন। আমরা আশাবাদী, তিনি সুস্থ্ হয়ে আমাদের মাঝে ফিরবেন। তাঁর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি দেশবাসী ও ভক্তদের কাছে দোয়া চেয়েছেন।

গত ৫ এপ্রিল করোনাভাইরাস রিপোর্ট ‘পজিটিভ’ আসার পরপরই রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল কবরীকে।

পরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে ৮ এপ্রিল শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয় তাকে।

কবরীর ফুসফুসের অবস্থা ভালো নয় বলে জানিয়েছেন শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের পরিচালক অধ্যাপক ফারুক আহমেদ।

প্রকৌশল নিউজ/এমআরএস