করোনায় প্রাণ হারালেন নাট্যজন তবিবুল ইসলাম বাবু


প্রকৌশল নিউজ :
করোনায় প্রাণ হারালেন নাট্যজন তবিবুল ইসলাম বাবু
  • Font increase
  • Font Decrease

প্রবীণ অভিনেতা তবিবুল ইসলাম বাবু মারা গেছেন। শুক্রবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বাংলাদেশে গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজিদ তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন। তবিবুল ইসলাম বাবু বার্ধক্যজনিত নানা অসুখে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। জানা যায়, সেখানেই তিনি করোনায় আক্রান্ত হন।

অভিনেতা আহসানুল হক মিনু বলেন, ‘উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন খ্যাতিমান অভিনেতা তবিবুল ইসলাম বাবু ভাই। বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। তার করোনা হয়েছিল। তবে মৃত্যুর আগে করোনা নেগেটিভ এসেছিল। কিন্তু, তার ফুসফুসের অবস্থা ভালো ছিল না।’

নাট্যদল ‘নাট্যজন’ এর সভাপতি ও গ্রুপ থিয়েটার আন্দোলনের অন্যতম পুরোধা তবিবুল ইসলাম বাবু। দীর্ঘ সময় মঞ্চে কাজ করে পেয়েছেন অনেক ভালোবাসা, পরিচিতি আর সম্মান। মঞ্চে ‘সেনাপতি’, ‘চারিদিকে যুদ্ধ’, ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’, ‘ওথেলো’, ‘এখন দুঃসময়’, ‘জমিদার দর্পণ’, ‘মহাপুরুষ’ তাঁর উল্লেখযোগ্য নাটক। এ ছাড়া ‘আমি রাবেয়া’ ও ‘জীবনঢুলি’ নামে দুটি সিনেমাতেও তিনি কাজ করেছেন।

প্রকৌশল নিউজ/এমএস