কঙ্গনার বিরুদ্ধে মামলা


প্রকৌশল নিউজ ডেস্ক :
কঙ্গনার বিরুদ্ধে মামলা
  • Font increase
  • Font Decrease

পশ্চিমবঙ্গের কলকাতায় বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে  মামলা করা হয়েছে।

সম্প্রতি পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচন নিয়ে একের পর এক বিতর্কিত টুইটের জেরে তার বিরুদ্ধে এ মামলা করা হয়েছে। 

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তানটাইমস তাদের সংবাদে জানিয়েছে, পশ্চিমবঙ্গে বিজেপির ভরাডুবির পর থেকেই কঙ্গনার টুইটারের দেওয়াল জুড়ে শুধুই বাংলার বিধানসভা ভোট নিয়ে। সেখানেই তিনি উস্কানিমূলক মন্তব্য করেছেন বলে অভিযোগ। শুধু তাই নয় বাঙালি জাতিকেও অপমান করেছেন বলেও দাবি করা হচ্ছে। এর জেরেই এবার কঙ্গনার নামে কলকাতা পুলিশের দ্বারস্থ হাইকোর্টের আইনজীবী সুমিত চৌধুরী। ইমেইলের মাধ্যমে কঙ্গনার নামে মামলা করেছেন।

সংবাদে আরও জানানো হয়, সুমিত চৌধুরীর অভিযোগ, কঙ্গনা বাংলার আইনশৃঙ্খলা নষ্ট করতে চাইছেন। তিনি বলেন, ২ মে কঙ্গনা যে তিনটি টুইট করেছেন তা পশ্চিমবঙ্গ ও পশ্চিমবঙ্গবাসীর অপমান। 

আইনজীবী সুমিত চৌধুরী লিখিতভাবে কলকাতা পুলিশকে জানান, বিজেপির পক্ষ নিয়ে কথা বলতে গিয়ে অশান্তি ছড়াতে চাইছেন কঙ্গনা। বাংলার আইনশৃঙ্খলার ভারসাম্য নষ্ট করতে চাইছেন এই অভিনেত্রী। এনআরসি ও সিএ-র সমর্থনে কথা বলে অশান্তি ছড়ানোর চেষ্টা করছেন তিনি।

প্রকৌশল নিউজ/এমআর