প্রথম ধাপে ভ্যাকসিন পাবে ৩৫ লাখ মানুষ : স্বাস্থ্যসচিব


প্রকৌশল প্রতিবেদক :
প্রথম ধাপে ভ্যাকসিন পাবে ৩৫ লাখ মানুষ : স্বাস্থ্যসচিব
  • Font increase
  • Font Decrease

প্রথম ধাপে করোনাভাইরাসের ভ্যাকসিন ৬০ লাখ মানুষকে দেওয়ার পরিকল্পনা থাকলেও সেটি পরিবর্তন করে এখন ৩৫ লাখ মানুষকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আবদুল মান্নান।

বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যসচিব বলেন, ‘সরকারের হাতে এখন ৭০ লাখ টিকা আছে, যা ৩৫ লাখ মানুষকে দেওয়া যাবে। আমরা যে টিকা পেয়েছি, তার ব্যবহার নিশ্চিত করতে চাই। এরপর আরও টিকা এলে সেভাবে মানুষকে দেওয়া হবে।’

এদিকে করোনার টিকার নিবন্ধন সহজ করার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের নতুন এক নির্দেশনায় বলা হয়েছে, অগ্রাধিকারভিত্তিতে টিকা পেতে প্রত্যেককে জাতীয় পরিচয়পত্র নম্বরের মাধ্যমে সুরক্ষা ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে। যাদের জাতীয় পরিচয়পত্র আগে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়েছে, তাদেরও নিবন্ধন নিতে হবে।

প্রকৌশল নিউজ/এস