গত ২৪ ঘণ্টায় ৯ জনের প্রাণহানি, শনাক্ত ৪১৮
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৯ ব্যক্তির প্রাণহানি ঘটেছে এবং নতুন করে শনাক্ত হয়েছে আরো ৪১৮ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ২৪৮ জনে এবং মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৫ লাখ ৩৯ হাজার ৫৭১ জন। এছাড়া এখন পর্যন্ত সুস্থ্য হয়ে উঠেছেন ৪ লাখ ৮৫ হাজার ৯৭১ জন রোগী।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো জানানো হয়, ২১০টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৩০৭টি নমুনা সংগ্রহ এবং ১৫ হাজার ৭৭৬ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৩৮ লাখ ৮ হাজার ১৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক ৬৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক শূন্য ৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ।
প্রকৌশল নিউজ/এস