দেশে করোনায় একদিনে সর্বোচ্চ ৭৭ মৃত্যু


প্রকৌশল নিউজ ডেস্ক :
দেশে করোনায় একদিনে সর্বোচ্চ ৭৭ মৃত্যু
  • Font increase
  • Font Decrease

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭৭ জনের মৃত্যু হয়েছে। যা এ যাবৎকালে করোনাভাইরাসে একদিনে সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর রেকর্ড। এর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৯ হাজার ৬৬১ জনে দাঁড়িয়েছে। এর আগে বৃহস্পতিবার (৮ এপ্রিল) দেশে করোনায় একদিনে সর্বোচ্চ ৭৪ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া নতুন করে আরও ৫ হাজার ৩৪৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হলো ৬ লাখ ৭৮ হাজার ৯৩৭ জন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশে গত ২৪ ঘণ্টায় ২৪৩টি পরীক্ষাগারে অ্যান্টিজেন টেস্টসহ পরীক্ষা করা হয় ২৬ হাজার ৭৭টি নমুনা। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২০ দশমিক ৪৯ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪২ শতাংশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ দিন সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৩৭ জন। মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৭২ হাজার ৩৭৮ জন।

এর আগে শুক্রবার (৯ এপ্রিল) দেশে ৭ হাজার ৪৬২ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ৬৩ জন।

প্রকৌশল নিউজ/এমআর