এক দিনে করোনায় আরো ১০১ জনের মৃত্যু


প্রকৌশল নিউজ ডেস্ক :
এক দিনে করোনায় আরো ১০১ জনের মৃত্যু
  • Font increase
  • Font Decrease

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১০১ জনের মৃত্যু হয়েছে। এটাই দেশের একদিনে সর্বাধিক মৃত্যু। গতকাল শুক্রবারও করোনায় ১০১ জনের মৃত্যু হয়েছিল।

শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ২৪ ঘণ্টায় দেশে আরো ৩ হাজার ৪৭৩ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে।

নতুন শনাক্ত ৩ হাজার ৪৭৩ জনকে নিয়ে দেশে মোট করোনাভাইরাস শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ১৫ হাজার ২৫২ জন।

শেষ ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে মৃত এই ১০১ জনের মধ্যে ৫৮ জন ষাটোর্ধ্ব, ২৯ জনের বয়স ৫১ থেকে ৬০ বছর। এছাড়া ৪১ থেকে ৫০ বছর বয়সী আট জন এবং ৩১ থেকে ৪০ বছর ও ২১ থেকে ৩০ বছর বয়সী তিন জন করে মারা গেছেন গত ২৪ ঘণ্টায়।

এদিকে, গত ২৪ ঘণ্টায় মৃতদের বিভাগভিত্তিক তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, এই ১০১ জনের ৬৭ জনই ঢাকা বিভাগের, দ্বিতীয় সর্বোচ্চ ২৩ জন চট্টগ্রাম বিভাগের। এছাড়া খুলনা ও ময়মনসিংহ বিভাগে তিন জন করে, রাজশাহী ও সিলেট বিভাগে দুই জন করে এবং বরিশাল বিভাগে একজন গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন।

প্রকৌশল নিউজ/এসআই/এমআর