অস্ট্রেলিয়া পার্লামেন্টের ভিতরে ধর্ষণ, তদন্তে কমিটি


প্রকৌশল নিউজ ডেস্ক :
অস্ট্রেলিয়া পার্লামেন্টের ভিতরে ধর্ষণ, তদন্তে কমিটি
  • Font increase
  • Font Decrease

অস্ট্রেলিয় পার্লামেন্টের ভিতরে ধর্ষণকাণ্ডে প্রচণ্ড চাপে রয়েছে স্কট মরিসনের সরকার। প্রথমে লিবারেল পার্টির একজন নারীকর্মী এমন অভিযোগ এনেছিলেন। কিন্তু গত সপ্তাহে এমন অভিযোগ করেন আরো এক নারী। ওই দুই নারী কর্মীকে একই ব্যক্তি ২০১৯ এবং ২০২০ সালে ধর্ষণ করেছেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে যখন উত্তেজনা তুঙ্গে তখন দ্য অস্ট্রেলিয়ান পত্রিকা তৃতীয় আরেকটি ধর্ষণের অভিযোগ প্রকাশ করেছে।

এর ফলে স্কট মরিসনের সরকার এসব বিষয়ে দ্রুত এবং নিরপেক্ষ তদন্তের ঘোষণা দিয়েছে। পার্লামেন্টের ওয়ার্কপ্লেসে ধর্ষণের বিষয়ে তদন্ত করতে এরই মধ্যে কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২২ ফেব্রুয়ারি) সরকার বলেছে, দ্রুতই এর ফল প্রকাশ করা হবে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এতে আরো বলা হয়েছে, প্রথমে পার্লামেন্টে ধর্ষণের অভিযোগ করেছেন ব্রিটানি হিগিনস। গত সপ্তাহে তিনি প্রকাশ্যে অভিযোগে বলেছিলেন- পুলিশে অভিযোগ দেবেন। এরপর আরো একজন নারী একই অভিযোগ করেন। তবে তারা কেউ পুলিশে অভিযোগ জমা দিয়েছেন কিনা তা পরিষ্কার হওয়া যায়নি।

এ বিষয়ে আভ্যন্তরীণ তদন্তের নেতৃত্বে রয়েছেন অর্থমন্ত্রী সিমন বারমিংহ্যাম। তিনি বলেছেন, তিনি যে তদন্ত করছেন তার ফল হবে নিরপেক্ষ এবং তা আগামী সপ্তাহে প্রকাশ করা হবে। এক্ষেত্রে তিনি অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (এবিসি) রেডিওকে বলেছেন, আমি তদন্তে সম্পূর্ণ স্বাধীনতা চাই। আমি চাই মানুষের মধ্যে পূর্ণাঙ্গ আস্থা ফেরাতে যাতে তারা মনে করেন, এটা প্রকৃতপক্ষেই একটি নিরপেক্ষ তদন্ত রিপোর্ট। এই তদন্ত আমি সপ্তাহের পর সপ্তাহ টেনে নিয়ে যাবো না।

প্রথম দু’জন নারীর অভিযোগের ফলে স্কট মরিসন সরকার যখন প্রচণ্ড চাপে রয়েছে তখন দ্য অস্ট্রেলিয়ান পত্রিকা সোমবার তৃতীয় আরেক নারীর অভিযোগ প্রকাশ করেছে। তিনি বলেছেন, স্কট মরিসনের লিবারেল পার্টির সাবেক এক কর্মী তাকে ধর্ষণ করেছে ২০১৬ সালের ২৯ শে জুন রাতে এবং ৩০ শে জুন সকালে। নিজের পরিচয় প্রকাশ না করে তিনি বলেছেন, এ ঘটনা ঘটেছে পার্লামেন্টের বাইরে।

প্রকৌশল নিউজ/এস