ইরানের নয়া ‘ট্রাম্পকার্ড’


প্রকৌশল নিউজ ডেস্ক :
ইরানের নয়া ‘ট্রাম্পকার্ড’
  • Font increase
  • Font Decrease

ইরানের নয়া ‘ট্রাম্পকার্ড’ নিয়ে আলোচনা সর্বত্র। ইসলামি প্রজাতন্ত্র ইরানের পাইলটবিহীন বিমান বা ড্রোন দেশটির সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ উপাদানে পরিণত হয়েছে এবং যে কোনো যুদ্ধে প্রয়োজন হলে তা ব্যবহার করা হবে। এমনটাই দাবি করেছেন দেশটির শীর্ষস্থানীয় সেনা কমান্ডার মেজর জেনারেল আব্দুর রহীম মুসাভি।

রোববার ইরানের জাতীয় সেনাবাহিনী দিবস উপলক্ষে এক সামরিক কুচকাওয়াজের অবকাশে তিনি এসব কথা বলেন। কুচকাওয়াজে ইরানের সর্বশেষ সামরিক অর্জন বিশেষ করে নিজস্ব প্রযুক্তিতে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ড্রোন প্রদর্শন করা হয়। খবর পার্সটুডের।

মুসাভি বলেছিলেন, আজকের কুচকাওয়াজে আপনারা যা দেখলেন তা ইরানের সামরিক শক্তির সামান্য নমুনা মাত্র। কোভিড-১৯ মহামারি মাথায় রেখে স্বল্প পরিসরে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, আজ আপনারা ইরানের ক্রমবর্ধমান ড্রোন শক্তি দেখেছেন। আমেরিকার কথিত সর্বোচ্চ চাপ প্রয়োগের বছরগুলোতে ধারাবাহিকভাবে এই শক্তির উন্নয়ন ঘটানো হয়েছে।

ইরানের এই জেনারেল বলেন, আজ ইরানের সশস্ত্র বাহিনীর জন্য ড্রোন একটি বড় ধরনের শক্তিমত্তা ও 'ট্রাম্পকার্ড' হিসেবে আবির্ভূত হয়েছে।