ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং করোনা আক্রান্ত


প্রকৌশল নিউজ ডেস্ক :
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং করোনা আক্রান্ত
  • Font increase
  • Font Decrease

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং করোনায় আক্রান্ত হয়েছেন। অসুস্থ বোধ করায় সম্প্রতি নমুনা পরীক্ষা করান তিনি। এরপর সোমবার সেই পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে তার। আজ বিকেল ৫টা নাগাদ দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এমস)-এর ট্রমা সেন্টারে ভর্তি করা হয় তাকে। ৮৮ বছরের মনমোহনের ক্ষেত্রে ঝুঁকি বেশি। তাই তাঁকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বেশ আগেই করোনা টিকার দুটি ডোজ নিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা কংগ্রেস নেতা মনমোহন সিং। এরপর আজই তাঁর শরীরে করোনার অস্তিত্ব মেলে। বয়স বেশি হওয়ার কারণে আর কোনো ঝুঁকি নিতে চায়নি তাঁর পরিবার। তাঁকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়। চিকিৎসকদের পরামর্শ মেনে দিল্লির অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIIMS)-এ ভর্তি করা হয়েছে তাকে। তবে আপাতত প্রাক্তন প্রধানমন্ত্রীর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে।

মহামারীর দ্বিতীয় ঢেউ ঠেকাতে টিকাকরণ জোর দেওয়ার ব্যাপারে গতকাল রবিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছিলেন মনমোহন। তাতে সঠিক পদ্ধতিতে টিকাকরণ কার্যকর করতে পাঁচটি পরামর্শ দিয়েছিলেন তিনি।

প্রকৌশল নিউজ/এমএস