বিশ্বে করোনায় আক্রান্ত ৬ কোটি ৮৫ লাখ ছাড়ালো


প্রকৌশল নিউজ ডেস্ক :
বিশ্বে করোনায় আক্রান্ত ৬ কোটি ৮৫ লাখ ছাড়ালো
  • Font increase
  • Font Decrease

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে আবারও বিপর্যস্ত গোটা বিশ্ব। প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারা পৃথিবীতে নতুন করে প্রায় সোয়া ৬ লাখ মানুষের শরীরে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়েছে। পৃথিবীতে করোনায় আক্রান্ত ৬ কোটি ৮৫ লাখ ছাড়িয়েছে। একই সময়ে নতুন করে আরো ১২ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই বৈশ্বিক মহামারীতে মৃতের সংখ্যা ১৫ লাখ ৬২ হাজার ছাড়াল।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার’র তথ্য মতে, আজ ৯ ডিসেম্বর, বুধবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত সারা পৃথিবীতে করোনায় আক্রান্ত বেড়ে ৬ কোটি ৮৫ লাখ ৪৬ হাজার ৮৩০ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ১৫ লাখ ৬২ হাজার ৩১ জন ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন। বিপরীতে সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ৭৪ লাখ ৪৭ হাজার ১২৬ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ১ কোটি ৯৫ লাখ ৩৭ হাজার ৬৭৩ জন করোনারোগী, যাদের মধ্যে ১ লাখ ৬ হাজার ৪০২ জনের অবস্থা গুরুতর।

মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত পৃথিবীর সর্বোচ্চ ১ কোটি ৫৫ লাখ ৮৯ হাজার ৬৭৪ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। ভারতে দ্বিতীয় সর্বোচ্চ ৯৭ লাখ ৩৫ হাজার ৯৭৫ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। ব্রাজিলে তৃতীয় সর্বোচ্চ ৬৬ লাখ ৭৫ হাজার ৯১৫ জনের শরীরে ধরা পড়েছে কোভিড-১৯। এছাড়া রাশিয়ায় চতুর্থ সর্বোচ্চ ২৫ লাখ ১৫ হাজার ৯ জন ও ফ্রান্সে পঞ্চম সর্বোচ্চ ২৩ লাখ ৯ হাজার ৬২১ জনের করোনা শনাক্ত হয়েছে।

কোভিড-১৯ মহামারীতে এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ ২ লাখ ৯৩ হাজার ৩৬৩ জন মানুষের মৃত্যু হয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে প্রাণহানি বেড়ে ১ লাখ ৭৮ হাজার ১৮৪ জনে দাঁড়িয়েছে। ভারতে তৃতীয় সর্বোচ্চ ১ লাখ ৪১ হাজার ৩৯৮ জনের প্রাণ কেড়েছে ভাইরাসটি। এছাড়া মেক্সিকোতে চতুর্থ সর্বোচ্চ ১ লাখ ১০ হাজার ৭৪ জন ও যুক্তরাজ্যে পঞ্চম সর্বোচ্চ ৬২ হাজার ৩৩ জনের প্রাণ কেড়েছে করোনা।