জার্মানিতে বন্যায় মৃত্যু ৮০
জার্মানিতে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০ জনে। আজ সকাল পর্যন্ত এ সংখ্যাটি ৪৯ বলে জানিয়েছিলো সিএনএন। তবে বিবিসি বলছে, ক্রমাগত বাড়ছে মৃতের সংখ্যা। এছাড়াও শতাধিক মানুষ নিখোঁজ রয়েছে। পুরো পশ্চিম ইউরোপে বন্যায় নিখোঁজ রয়েছে ১ হাজার তিন'শ।
কয়েক দশকের ইতিহাসে সর্বোচ্চ বৃষ্টিপাত দেখছে পশ্চিম ইউরোপের দেশগুলো। নদীর পানি লোকালয় ভাসিয়ে নিচ্ছে। ধসে পড়েছে অসংখ্য ঘর-বাড়ি। ওই অঞ্চল ধ্বংসস্তুপে পরিণত হয়েছে বলছে আবহাওয়া সংস্থা।
জার্মানি ছাড়াও বেলজিয়ামে ১২ জনের মৃত্যু হয়েছে। রাজনৈতিক নেতারা বলছেন, ভয়াবহ জলবায়ু পরিবর্তনের প্রভাবে এমন বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।
জার্মান চ্যান্সেলর ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ সহায়তার আশ্বাস দিয়েছেন।
১৫ হাজারের অধিক উদ্ধারকর্মী দুর্গত এলাকায় তৎপর রয়েছে বলছে জার্মান কর্তৃপক্ষ।