তালেবানদের ঐক্যের তাগিদ


প্রকৌশল প্রতিবেদক :
তালেবানদের ঐক্যের তাগিদ
  • Font increase
  • Font Decrease

জুমার নামাজে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দিতে ইমামদের প্রতি আহ্বান জানিয়েছে তালেবান। আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর প্রথম জুমার নামাজে মানুষকে এমন বার্তা দিতে ইমামদের নির্দেশ দেয় তালেবানরা।

আফগানিস্তানের বেশ কয়েকটি শহরে তালেবান বিরোধী বিক্ষোভ হওয়ার পর এমন উদ্যোগ নিল তালেবানরা। ইতিমধ্যে রাজধানী কাবুলসহ বেশ কয়েকটি শহরে ক্ষমতাচ্যুত প্রশাসনের পতাকা হাতে তালেবানবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বৃহস্পতিবার বৃটিশদের হাত থেকে স্বাধীনতা লাভের ১০২তম বার্ষিকীতে দেশটির পূর্বাঞ্চলীয় শহর আসাদাবাদে বিক্ষোভে তালেবান যোদ্ধাদের গুলিতে বেশ কয়েকজন নিহত হয়েছে বলে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন।

তবে তালেবানের গুলি নাকি তাদের তাড়া খেয়ে হুড়োহুড়িতে পদদলিত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে, তা স্পষ্ট হওয়া যায়নি।

একইদিন কাবুলের কাছে এক সমাবেশের কাছেও গুলির শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন আরেক প্রত্যক্ষদর্শী। তবে এখানে তালেবান যোদ্ধারা আকাশে গুলি ছুড়েছিলেন বলে মনে করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের ৫ হাজার ২০০-রও বেশি সেনা কাবুল বিমানবন্দর পাহারা দিচ্ছে, স্থাপনাটির একাধিক ফটকই এখন খোলা।

রয়টার্স লিখেছে, মাত্র দুই সপ্তাহের ব্যবধানে তালেবানের আফগানিস্তান দখল কট্টর এ ইসলামপন্থি গোষ্ঠীটির অনেক নেতাকেও বিস্মিত করেছে।

রোববার কাবুল দখলের পর থেকে তালেবান নিজেদেরকে আগের তুলনায় ‘অনেক বেশি উদার’ দেখাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা বলেছে, তারা শান্তি চায় এবং পুরনো শত্রুদের বিরুদ্ধে তারা প্রতিশোধ নেবে না।
 
ইসলামী আইন অনুযায়ী নারীদের অধিকারের প্রতি সম্মান দেখানো হবে বলেও আশ্বাস দিয়েছে তারা।
 
এসব ঘটনার পর শুক্রবার জুমার নামাজের আগে তারা আফগান ঐক্যের তাগিদ দিয়েছে। লোকজন যেন আফগানিস্তান ছেড়ে না যায়, তা বোঝাতে ইমামদের প্রতি আহ্বান জানিয়েছে তারা।