সার্কভুক্ত দেশগুলোর বৈঠক বাতিল আফগান ইস্যুতে
আফগান ইস্যুতে মতপার্থক্যের কারণে সাউথ এশিয়ান এসোসিয়েশন ফর রিজিওনাল কো-অপারেশন (সার্ক) ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক বাতিল করা হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের জাতিসংঘ জেনারেল অ্যাসেম্বলিতে আগামী ২৫ সেপ্টেম্বর এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
বুধবার (২২ সেপ্টেম্বর) দ্য কাঠমাণ্ডু পোস্ট ও এনডিটিভিসহ বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বিষয়টি জানানো হয়।
জানা গেছে, আফগানিস্তানের বর্তমান তালেবান সরকারকে এখনও কোনো দেশ স্বীকৃতি দেয়নি। এমনকি তাদের সার্কের ওই বৈঠকে আমন্ত্রণও জানানো হয়নি। ওই বৈঠকে আফগানিস্তানের অংশগ্রহণের দাবি জানায় পাকিস্তান। সার্কের পররাষ্ট্রমন্ত্রীদের এই বৈঠকে আফগানিস্তানের হয়ে তালেবানের প্রতিনিধিত্ব চেয়েছিল পাকিস্তান। তবে ভারতসহ কয়েকটি দেশ সেই প্রস্তাবের বিরোধীতা করে। ফলে ঐক্যমতে পৌঁছাতে পারেনি সার্কের সদস্য দেশগুলো। এ কারণেই বাতিল হয়েছে বৈঠকটি।
এই বৈঠকের আয়োজক দেশ ছিল নেপাল। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের বাইরে প্রতিবছর সার্কের বৈঠক অনুষ্ঠিত হয়।
এক বিবৃতিতে নেপাল জানিয়েছে, সার্কভুক্ত দেশগুলোর সদস্যদের মধ্যে প্রবল মতান্তরের জেরেই বাতিল করা হয়েছে ওই বৈঠক। তবে সংশ্লিষ্ট সূত্রের খবর, বৈঠকের সময় আফগানিস্তানের জন্য একটি খালি চেয়ার রাখার বিষয়ে সার্কের অধিকাংশ সদস্য একমত হয়েছিল। কিন্তু পাকিস্তান এতে রাজি হয়নি।
আফগানিস্তান সার্কের কনিষ্ঠতম সদস্য। বাকি সদস্য দেশগুলো হলো- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ভুটান, নেপাল, মালদ্বীপ এবং শ্রীলঙ্কা।
প্রকৌশলনিউজ/সু