হামাসের বোমা হামলায় ৬০ ইসরাইলি সেনা নিহত


আন্তর্জাতিক ডেস্কঃ
হামাসের বোমা হামলায় ৬০ ইসরাইলি সেনা নিহত
  • Font increase
  • Font Decrease

হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড জানিয়েছে তাদের বোমা হামলায় অন্তত ৬০ ইসরাইলি সেনা নিহত হয়েছে।

রোববার আল-কাসসাম ব্রিগেডের দেয়া এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে ইরানভিত্তিক বার্তা সংস্থা ফার্স।

বিবৃতিতে বলা হয়েছে, আজ (রোববার) ভোর রাতে জাহরাদ্দিক এলাকার পূর্বাঞ্চলে ইসরাইলি সেনাদের অবস্থান পর্যবেক্ষণ করে ব্রিগেডের সদস্যরা। তারপর হামাস সেনারা ওই ইসরাইলি সেনাদের তাঁবুর চারপাশে বোমা পুঁতে রাখে। বিবৃতিতে জানানো হয়েছে ভোর সাড়ে ৪টার দিকে ওইসব বোমা বিস্ফোরণে ইহুদিবাদী ইসরাইলের অন্তত ৬০ সেনা নিহত হয়।  

কাসসাম ব্রিগেডের বিবৃতিতে আরও বলা হয়েছে, কাসসামের একজন যোদ্ধা ওই অভিযানে বেঁচে যাওয়া ইসরাইলি সেনাদের হত্যা করতে বিস্ফোরণস্থলে যায় এবং গুলিবর্ষণ করে মিশন শেষে তার অবস্থানে ফিরে আসে।

এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ইসরাইলের সেনাবাহিনী। গেল এক মাসে গাজা যুদ্ধে হামাসের হামলা ও পাল্টা হামলায় পাঁচ শতাশিক সেনা নিহত হয়েছে ইসরাইলের।

উল্লেখ্য, গাজায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর হামলার জবাবে ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী ইসরাইলি সামরিক অবস্থানকে লক্ষ্যবস্তু করে।