জন্মাষ্টমীতে মিছিল-শোভাযাত্রা বন্ধ


প্রকৌশল প্রতিবেদক :
জন্মাষ্টমীতে মিছিল-শোভাযাত্রা বন্ধ
  • Font increase
  • Font Decrease

শুভ জন্মাষ্টমী উপলক্ষে মিছিল, শোভাযাত্রা বন্ধ থাকবে। রোববার ধর্ম মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। 

এতে বলা হয়, করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে গত ৬ আগস্ট জারিকৃত বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বর্তমান পরিস্থিতিতে সব ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানে আরোপিত বিধি নিষেধ বহাল থাকবে। একই সঙ্গে শুভ জন্মাষ্টমী উপলক্ষে সব ধরনের শোভাযাত্রা, র‌্যালি, মিছিল বন্ধ থাকবে। তবে যথাযথ স্বাস্থ‌্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে আবশ‌্যক সব ধর্মীয় আচার-অনুষ্ঠান প্রতিপালিত হবে। 

প্রকৌশল নিউজ/এমআরএস