এইচএসসি ও সমমানে জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৮০৭ পরীক্ষার্থী


প্রকৌশল নিউজ:
এইচএসসি ও সমমানে জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৮০৭ পরীক্ষার্থী

ফাইল ছবি

  • Font increase
  • Font Decrease

পরীক্ষা ছাড়াই অবশেষে এইচএসসি ও সমমানের মূল্যায়নভিত্তিক ফল প্রকাশ করা হয়েছে। এ বছর সব শিক্ষার্থীকেই পাস করানো হয়েছে। মোট পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৬৭ হাজার ৩৭৭ জন। এর মধ্য জিপিএ–৫ (গ্রেড পয়েন্ট এভারেজ) পেয়েছে ১ লাখ ৬১ হাজার ৮০৭ জন পরীক্ষার্থী, যা মোট পরীক্ষার্থীর ১১ দশমিক ৮৩ শতাংশ। গতবার জিপিএ–৫ পেয়েছিল ৪৭ হাজার ২৮৬ জন, যা মোট পরীক্ষার্থীর ৩ দশমিক ৫৪ শতাংশ।

শনিবার সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এইচএসচি ও সমমানের ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপু মনি, উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান এবং শিক্ষা বোর্ড চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী, এইচএসসি ও সমমানের ফলাফল নিয়ে বিরূপ মন্তব্য না করার আহ্বান জানিয়েছেন। ফলাফল নিয়ে তিক্ততা সৃষ্টি করা উচিত নয়। কারণ আমাদের দেখতে হবে ছেলেমেয়েদের ভবিষ্যতের দিকে। তারা যেন হতাশাগ্রস্ত হয়ে না পড়ে। এমনিতেই তারা স্কুলে যেতে পারছে না, বিশ্ববিদ্যালয়ে যেতে পারছে না। এখন যদি ফলাফল নিয়ে বিরূপ মন্তব্য করা হয় তাহলে কিন্তু তাদের উপর মানসিক চাপ পড়বে। তাই আমি সবাইকে বিরূপ মন্তব্য করা থেকে বিরত থাকতে বলেছি। শিক্ষার্থীদের জীবন থেকে মূল্যবান সময় নষ্ট না করতে পরীক্ষা ছাড়াই পাসের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাই সবাইকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে এ ফলাফল দেখার পরামর্শ দিয়েছেন তিনি।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের জানান, ফলাফল ঘোষণা উপলক্ষে শিক্ষা-প্রতিষ্ঠানে সমাবেশ সম্পূর্ণ নিষেধ। শিক্ষা-প্রতিষ্ঠানে ফলাফল পাওয়া যাবে না। এবার ফলাফল অনলাইনে প্রকাশিত হবে।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, এবার যেহেতু পরীক্ষা হয়নি সেহেতু খাতা চ্যালেঞ্জ করার সুযোগ নেই। তারপরও ফল চ্যালেঞ্জ করার সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা।

প্রকৌশল নিউজ/সু