আরো দুটি শৈত্যপ্রবাহের সঙ্গে আসছে বজ্রঝড়!


প্রকৌশল প্রতিবেদক :
আরো দুটি শৈত্যপ্রবাহের সঙ্গে আসছে বজ্রঝড়!
  • Font increase
  • Font Decrease

চলতি ফেব্রুয়ারি মাসেই আরো দুটি শৈত্যপ্রবাহ এবং সেইসাথে শিলাবৃষ্টি ও বিজলি চমকানোসহ বজ্রঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। ফেব্রুয়ারি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এসব তথ্য জানায় সংস্থাটি।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) প্রকাশ করা পূর্বাভাসে বলা হয়েছে, ফেব্রুয়ারির প্রথম দিকে মৃদু থেকে মাঝারি ধরনের দুটি শৈত্যপ্রবাহ এবং শেষ দিকে শিলাবৃষ্টি-সহ বজ্রঝড় হতে পারে।

পূর্বাভাসে আরো বলা হয়েছে, এ মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে এক থেকে দুটি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এতে ৬ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা নামতে পারে। এ মাসের প্রথমার্ধে দেশের নদ-নদীর অববাহিকা ও অন্য জায়গায় সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। ফেব্রুয়ারির শেষার্ধে দেশের কোথাও কোথাও ১ থেকে ২ দিন শিলাবৃষ্টি ও বজ্রসহ ঝড় হতে পারে।

এ মাসের দীর্ঘমেয়াদী কৃষি আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ফেব্রুয়ারি মাসে দেশের দৈনিক গড় বাষ্পীভবন ২.৭৫ থেকে ৩.৭৫ মিলিমিটার এবং গড় সূর্যের আলো ৫ থেকে ৬ ঘণ্টা থাকতে পারে।

প্রকৌশল নিউজ/এস