আল জাজিরার তথ্যচিত্র সরাতে ব্যবস্থা নেবে বিটিআরসি


প্রকৌশল প্রতিবেদক :
আল জাজিরার তথ্যচিত্র সরাতে ব্যবস্থা নেবে বিটিআরসি
  • Font increase
  • Font Decrease

বাংলাদেশ টেলিযোগযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার জানিয়েছেন, কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরায় বাংলাদেশ নিয়ে সম্প্রতি প্রচারিত প্রতিবেদন ‘অল দ্য প্রাইম মিনিস্টার'স মেন’ তথ্যচিত্রটি সরানোর বিষয়ে যথাযথ পদক্ষেপ নেবে সংস্থাটি। 

বুধবার এক বিবৃতিতে এমন তথ্যই জানিয়েছে বিটিআরসি।

এর আগে বুধবার কাতারভিত্তিক আল জাজিরা টেলিভিশনের সম্প্রতি প্রচারিত ‘অল দ্য প্রাইম মিনিস্টার'স মেন’ শীর্ষক প্রতিবেদনের ভিডিও অনলাইন প্ল্যাটফর্ম থেকে দ্রুত সরাতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ বিটিআরসির প্রতি এ নির্দেশ দেন।

এরপর বিটিআরসি সংস্থার চেয়ারম্যানকে উদ্ধৃত করে এক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশকে নিয়ে আল জাজিরায় প্রচারিত কনটেন্ট সরানোর বিষয়ে ইতোমধ্যে বিটিআরসি টেলিফোন ও ই-মেইলের মাধ্যমে ফেসবুক ও ইউটিউব কর্তৃপক্ষকে অনুরোধ করেছে। যেহেতু বিজ্ঞ হাইকোর্ট উক্ত কনটেন্ট সরানোর বিষয়ে নির্দেশনা প্রদান করেছেন, তদপ্রেক্ষিতে বিটিআরসি কনটেন্ট সরানোর বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। 

প্রকৌশল নিউজ/ এমআর