২১ ফেব্রুয়ারিতে রাজধানীর যান চলাচলের রুটসমূহ


প্রকৌশল প্রতিবেদক :
২১ ফেব্রুয়ারিতে রাজধানীর যান চলাচলের রুটসমূহ
  • Font increase
  • Font Decrease

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস যথাযথভাবে পালন উপলক্ষে ডাইভারশনের জন্য ২০ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে ২১ ফেব্রুয়ারি বিকাল ৪টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারের আশপাশ এলাকায় যান চলাচলের ক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) থেকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ডিএমপি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

যে সব রাস্তায় যান চলাচল করবে : কাঁটাবন-নীলক্ষেত-পলাশী-বকশীবাজার হয়ে চানখারপুল ও তার আশপাশ এলাকা। কাঁটাবন-বাটা সিগনাল-সাইন্সল্যাব হয়ে মিরপুর রোড। কাঁটাবন-হাতিরপুল-সোনারগাঁও ক্রসিং-ফার্মগেইট ও পান্থপথ।

কাঁটাবন-শাহবাগ-মৎস ভবন-কদম ফোয়ারা-পুরাতন হাইকোর্ট-আব্দুল গণি রোড-জিরো পয়েন্ট এবং হাইকোর্ট-বঙ্গবাজার-পুলিশ হেডকোয়ার্টার্স-গোলাপশাহ-ফুলবাড়িয়া। শাহবাগ-ইন্টারকন্টিনেন্টাল-বাংলামটর বামে মোড় নিয়ে বাংলামটর কাঁঠাল বাগান ঢাল পয়েন্ট হয়ে ডানে মোড় নিয়ে সোনারগাঁও ক্রসিং-ফার্মগেইট ও পান্থপথ।

প্রকৌশল নিউজ/এস