কুড়িগ্রামে নতুন বিশ্ববিদ্যালয়


প্রকৌশল প্রতিবেদক :
কুড়িগ্রামে নতুন বিশ্ববিদ্যালয়
  • Font increase
  • Font Decrease

মন্ত্রিসভার বৈঠকে কুড়িগ্রামে নতুন একটি সরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। ‌এই বিশ্ববিদ্যালয়টির নাম হবে ‌‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’।

মঙ্গলবার (৯ মার্চ) ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নির্দেশনা দেন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে নির্দেশনার কথা জানান। মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী সভাপতিত্ব করেন।

এটি হলে দেশে সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় হবে ৪৯টি। বর্তমানে ৪৮টি সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে অবশ্য দুটি বিশ্ববিদ্যালয়ে কিছুদিন আগে উপাচার্য নিয়োগের মাধ্যমে কার্যক্রম শুরু হয়েছে। এ ছাড়া দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে ১০৭টি।