খালেদার দণ্ড মওকুফের বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী


প্রকৌশল প্রতিবেদক :
খালেদার দণ্ড মওকুফের বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • Font increase
  • Font Decrease

আইন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনের শর্ত শিথিল ও দণ্ডাদেশ মওকুফের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার (০৩ মার্চ) দুপুরে মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বেগম জিয়াকে দেওয়া জামিনের শর্ত শিথিল করার পাশাপাশি দণ্ডাদেশ মওকুফ করার আবেদন জানিয়েছে তার পরিবার। আইন মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে সরকার।’

তিনি আরো বলেন, ‘বেগম জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার বিষয়টিও পরিবার অনুরোধ করেছে।

এর আগে, মঙ্গলবার (২ মার্চ) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইসকান্দার এ আবেদন জমা দেন। আবেদনের পর স্বরাস্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আবেদনপত্রে স্বাক্ষর করে সেটি পাঠিয়ে দেন সচিবের দপ্তরে।

জানা গেছে, আবেদনপত্রে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ডাদেশ স্থগিত ও বিদেশে চিকিৎসার অনুমতি চেয়েছে তার পরিবার।

প্রকৌশল নিউজ/এস