করোনার টিকা নিলেন রাষ্ট্রপতি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পর করোনাভাইরাসের টিকা নিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। বুধবার বিকাল ৫টার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতি এই টিকা নেন। এ সময় বঙ্গভবনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি জয়নাল আবেদীন সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণটিকাদান কর্মসূচি শুরু হয়।
গত ৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার টিকার প্রথম ডোজ নিয়েছেন। এর আগে প্রধানমন্ত্রীর ছোটবোন শেখ রেহেনাসহ বিশিষ্ট নাগরিকদের অনেকেই টিকা নিয়েছেন।
দেশে অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত কোভিশিল্ড টিকা দেয়া হচ্ছে, যা উৎপাদন করছে ভারতের সেরাম ইনস্টিটিউট। প্রত্যেককে টিকার দুটি ডোজ নিতে হবে। দেশে এখন প্রথম ডোজের টিকার প্রয়োগ চলছে। দুই মাস পর দ্বিতীয় ডোজ দেয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
ইতিমধ্যে ৪০ লাখের বেশি মানুষ টিকা নিয়েছেন। মহামারি করোনা প্রতিরোধে ৪০ বছরের উপরের বয়সী সবাইকে টিকা নিতে আহ্বান জানিয়েছে সরকার। অনেকটা কমে দেশে আবার করোনায় মৃত্যু ও সংক্রমণ বাড়ছে। টিকা গ্রহণকেই এর স্থায়ী সমাধান হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।