স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে গুগলের উপহার


প্রকৌশল নিউজ ডেস্ক:
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে গুগলের উপহার
  • Font increase
  • Font Decrease

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের সুবর্ণজয়ন্তী। স্বাধীনতা দিবসের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ ডুডল প্রকাশ করেছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। বিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠানটির হোমপেজে গেলেই চোখে পড়বে এটি। এর মাধ্যমে স্বাগত জানানো হচ্ছে ব্যবহারকারীদের।

শুক্রবার (২৬ মার্চ) রাত ১২টার পর থেকেই এই ডুডলটি দেখা যাচ্ছে গুগলের হোম পেজে।

লাল-সবুজ রঙ ব্যবহার করে দৃষ্টিনন্দনভাবে উপস্থাপন করা হয়েছে ডুডলটি। এতে দেখা যাচ্ছে, লাল সবুজের ভিতরে লেখা গুগল। তার ওপরে লাল-সবুজ অর্ধ-বৃত্তাকারের মধ্যে নীল আকাশের ক্যানভাসে উড়ছে বাংলাদেশের পতাকা।

ডুডলে ক্লিক করলে বাংলাদেশের স্বাধীনতা দিবসের ইতিহাস এবং এ-সম্পর্কিত ওয়েবসাইটগুলো দেখাচ্ছে গুগল।

বিভিন্ন ব্যক্তিকে স্মরণ ও বিভিন্ন জাতির বিশেষ দিন উপলক্ষে ডুডল প্রকাশ করে গুগল। তারই ধারাবাহিকতায় এই ডুডল প্রকাশ করেছে এই সার্চ জায়ান্ট।

২০১৩ সালের স্বাধীনতা দিবসে প্রথমবারের মতো বাংলাদেশিদের জন্য ডুডল প্রকাশ করে গুগল। এরপর প্রায় প্রতি বছর স্বাধীনতা দিবসে বিশেষ ডুডল প্রকাশ করেছে গুগল। এর মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা দিবসের নানান তাৎপর্য তুলে ধরা হয়।