বাংলাদেশ এখন উন্নয়নের আদর্শ মডেল
মাত্র এক দশক আগেও যে বাংলাদেশকে দারিদ্র্য আর অনুন্নয়নের উদাহরণ হিসাবে উপস্থাপন করা হতো, সেই দেশ এখন দারিদ্র্য-জয় করে উন্নয়নের আদর্শ মডেল হিসেব রূপান্তরিত হয়েছে। স্বল্পোন্নত দেশ হিসেবে বিশ্বের মানচিত্রে স্থান করে নিয়েছে বাংলাদেশ। যা স্বাধীনতার ৫০ বছরে আমাদের বড় অর্জন বলে মন্তব্য করছেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সদস্যরা।
আজ শুক্রবার জুমার নামাজের পর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তরা এসব কথা বলেন।
রাজধানীর সেগুন বাগিচায় ক্র্যাব কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্র্যাব সভাপতি মিজান মালিক। ক্র্যাব সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্র্যাবের সহসভাপতি নিত্য গোপাল তুতু, সাবেক সভাপতি খায়রুজ্জামান কামাল, ইশারফ হোসেন ইসা, ক্র্যাবের সদস্য হালিম মোহাম্মদ, আবুল আজাদ সোলায়মান, শহীদুল ইসলাম রাজী, মোহাম্মদ জয়নাল আবেদীন ও সিনিয়র সাংবাদিক আব্দুল হক প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, আমাদের স্বাধীনতা যুদ্ধে বহু মানুষ ব্যক্তিগত ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের অনেকের কথাই আমরা জানি না। স্বাধীনতার ৫০ বছরেও আমরা মুক্তিযুদ্ধের বিতর্কমুক্ত ইতিহাস রচনা করতে পারেনি। এখন অনেক ব্যক্তি ও সংগঠন স্বাধীনতার সঠিক ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরছে। আশা করছি আমরা একটি বিতর্কমুক্ত ইতিহাস পাবো।
‘আলোচনা সভাশেষে স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একাত্তরের স্বাধীনতা যুদ্ধে শহীদ ও প্রয়াত ক্র্যাব সদস্য এবং অসুস্থ্য ক্র্যাব সদস্যদের জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয়। এতে ক্র্যাব সদস্যসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।
প্রকৌশল নিউজ/এমআরএস