ট্রেনে অর্ধেক আসনে যাত্রী পরিবহন শুরু


প্রকৌশল নিউজ:
ট্রেনে অর্ধেক আসনে যাত্রী পরিবহন শুরু
  • Font increase
  • Font Decrease

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে যাত্রীদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সব ট্রেনে ৫০ শতাংশ যাত্রী পরিবহন করা হচ্ছে। যার অর্ধেক কাউন্টারে ও বাকি অর্ধেক অনলাইনে বিক্রি করা হবে। মঙ্গলবার থেকেই চলাচল শুরু করেছে।

মঙ্গলবার (৩০ মার্চ) বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী বিষয়টি প্রকৌশলনিউজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে যাত্রীদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে আমরা এ ব্যবস্থা নিয়েছি। পাশাপাশি যাত্রীদের মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করা হবে। 

তিনি আরো বলেন, এজন্য যাত্রীদের নিকট থেকে আলাদা চার্জ বা অতিরিক্ত ভাড়া আদায় করা হবেনা।

সেই সাথে রেলওয়ের এক বিজ্ঞপ্তিতে যাত্রীদের উদ্দেশে কিছু নির্দেশনাও দেওয়া হয়। যার মধ্যে রয়েছে- ট্রেন ভ্রমনিচ্ছুক যাত্রীদের নিজ নিজ টিকিট নিশ্চিত করেই কেবল ট্রেনে ভ্রমণের জন্য অনুরোধ করা। টিকিটবিহীন কোনো যাত্রী স্টেশনে প্রবেশ বা ট্রেনে ভ্রমণ করতে পারবেন না। নির্দেশনায় আরও বলা হয়, বিশেষ প্রয়োজন ব্যতীত রেল ভ্রমণ করবেন না।

অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। মাস্ক ব্যতীত কোনো যাত্রীতে স্টেশনে প্রবেশ বা ট্রেনে ভ্রমণ করতে দেওয়া হবে না।