২০ এপ্রিল পর্যন্ত অভ্যন্তরীণ ফ্লাইট স্থগিত
প্রকৌশল প্রতিবেদক :
দেশের অভ্যন্তরীণ সব রুটে ফ্লাইট চলাচলে স্থগিতাদেশ আগামী ২০ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে বিজ্ঞপ্তি জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
রোববার বেবিচক (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন) মেম্বার গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী এম জিয়াউল কবীর স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়।
প্রথম দফায় সাত দিনের জন্য, ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলের ওপর স্থগিতাদেশ জারি করা হয়। পরবর্তীতে সরকার পূর্বের ধারাবাহিকতায় ১২ ও ১৩ এপ্রিল চলাচলে বিধিনিষেধ অব্যাহত রাখার নির্দেশ দেয়।
এছাড়া ১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউনের ঘোষণা আসে। এ সময় বিশ্বের কোনো দেশ থেকে বাংলাদেশে কোনো ফ্লাইট আসবে না বা বাংলাদেশ থেকে কোনো ফ্লাইট বিশ্বের কোথাও যাবে না।
প্রকৌশল নিউজ/এমএস