নৈরাজ্য রুখতেই আলেমদের মাঠে নামিয়েছেঃ জাফরুল্লাহ


প্রকৌশল নিউজ ডেস্ক :
নৈরাজ্য রুখতেই আলেমদের মাঠে নামিয়েছেঃ  জাফরুল্লাহ
  • Font increase
  • Font Decrease

দেশের বিরাজমান নৈরাজ্য থেকে জনদৃষ্টি ভিন্নখাতে ফেরাতেই সরকার আলেমদের মাঠে নামিয়েছে বলে অভিযোগ করেছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, আজকে চারিদিকে যে নৈরাজ্য, এই নৈরাজ্য থেকে দৃষ্টি সরানোর জন্য সরকারই আলেমদেরকে বিপদে চালিত করেছে।

শুক্রবার সকালে ( ৪ ডিসেম্বর) এক সংক্ষিপ্ত মানববন্ধনে গণস্বাস্থ্য সংস্থার ট্রাস্টি ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতা এই অভিযোগ করেন।

তিনি আরো বলেন, আমি আলেমদের বলি, অযথা এসব বির্তকের না জড়িয়ে আন্দোলনে আাসেন। দ্রব্যমূল্য বেড়েছে, গণতন্ত্র প্রতিষ্ঠা হচ্ছে না তার জন্যে।সরকারের কিছু পয়সা পেয়ে তাদের কথায় নাইচেন না, তাদের কথায় নাচলে আপনাদেরই ক্ষতি হবে।

ভাস্কর্য ও মূর্তি ইস্যুতে দেশে চলমান বিতর্কের কথা উল্লেখ করে আলেমদের উদ্দেশে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, অযথা বিতর্কে না জড়িয়ে গণতন্ত্রের আন্দোলনে আসেন। দেশে গণতন্ত্র নেই, দ্রব্যমূল্য কমছে না, গণতন্ত্র প্রতিষ্ঠা হচ্ছে না; সরকারের কিছু টাকা পেয়ে সরকারের কথায় নাচবেন না।

করোনার ভ্যাকসিন প্রসঙ্গে ডা. জাফরুল্লাহ বলেন, বৃটিশ মেডিকেল জার্ণালে পরিস্কারভাবে লিখা আছে তাড়াহুড়ো করলে ভ্যাকসিন ভালোভাবে চেক করা যায়না। বেসরকারি ভাবে ভ্যাকসিন সংগ্রহ না করে সরকারি ভাবে সংগ্রহ করা হলে জনগনের টাকা অপব্যয় হতোনা। 

অনুমতি ছাড়া সভা-সমাবেশে নিষেধাজ্ঞা প্রসঙ্গে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, পুলিশকে দিয়ে যে হঠাৎ নোটিশ, পুলিশ সরকারের খাদেম না, জনগণের খাদেম। পুলিশেরও অভাব-অভিযোগ আছে। আজকে পুলিশ অফিসারদের বাড়ি-ঘর নেই। তাদের বাইরে গিয়ে বেতনের বেশি ভাড়া দিয়ে থাকতে হয়। এই অবস্থায় থাকলে ঘুষ খাবে না তো কী করবে?

লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারসহ লেবার পার্টির অন্যান্যরা বক্তব্য দেন।