৫ মে পর্যন্ত লকডাউন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি


প্রকৌশল নিউজ :
৫ মে পর্যন্ত লকডাউন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
  • Font increase
  • Font Decrease

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ এর সংক্রমণ ও বিস্তার রোধে চলমান 'সর্বাত্মক লকডাউন' ৫ মে পর্যন্ত বাড়িয়েছে সরকার।

বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, এ সময়ে আগের মতোই বিধিনিষেধগুলো বলবৎ থাকবে। অর্থাৎ গণপরিবহন, অফিস বন্ধ থাকবে। 

তবে দোকানপাট ও শপিং মল সকাল ১০টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা রাখা যাবে।

এর আগে দেশে করোনার সংক্রমণ রোধে গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে আট দিনের সর্বাত্মক লকডাউন শুরু হয়। লকডাউন পালনে বিভিন্ন বিধিনিষেধ উল্লেখ করে ১৩টি নির্দেশনা দেয় সরকার। 

সেই মেয়াদ শেষ হয় গত ২১ এপ্রিল মধ্যরাতে। তবে করোনা সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হওয়ায় লকডাউনের মেয়াদ ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়। বুধবার তা আবারও ৫ মে পর্যন্ত বাড়ানো হলো।

প্রকৌশল নিউজ/এমআর