ভার্চুয়ালি জামিন পেয়েছেন ১৪২২ জন


প্রকৌশল প্রতিবেদক :
ভার্চুয়ালি জামিন পেয়েছেন ১৪২২ জন
  • Font increase
  • Font Decrease

চলমান লকডাউনের মধ্যে সারাদেশের অধস্তন আদালতে বুধবার (২৮ এপ্রিল) ভার্চুয়ালি জামিন পেয়েছেন এক হাজার ৪২২ জন হাজতি। এ নিয়ে ১২ কার্যদিবসে মোট ২১ হাজার ৪৬১ হাজতি জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন।

আজ (বৃহস্পতিবার, ২৯ এপ্রিল) সকালে এ তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান।

তিনি জানান, গত ১২ এপ্রিল থেকে করোনা সংক্রমণ রোধে দ্বিতীয় দফায় সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চুয়াল পদ্ধতিতে জামিন ও অতি জরুরি ফৌজদারি দরখাস্ত শুনানি হচ্ছে।

এর মধ্যে বুধবার ভার্চুয়াল শুনানি নিয়ে সারাদেশে অধস্তন আদালতে দুই হাজার ৭৩৬টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি হয় এবং তাতে এক হাজার ৪২২ জন অভিযুক্ত ব্যক্তি জামিন পেয়ে কারাগার থেকে মুক্ত হন।

এছাড়া মোট ১২ কার্যদিবসে ভার্চুয়াল আদালতের মাধ্যমে মোট জামিনপ্রাপ্ত শিশুর সংখ্যা ২৬৯ জন বলেও জানান তিনি।