স্পিড বোট দূর্ঘটনায় নিহত ২৬ : মালিক গ্রেপ্তার


প্রকৌশল প্রতিবেদক:
স্পিড বোট দূর্ঘটনায় নিহত ২৬ : মালিক গ্রেপ্তার
  • Font increase
  • Font Decrease

মাওয়ায় স্পীডবোট দুর্ঘটনায় ২৬ জনের মৃত্যুতে স্পীডবোট মালিক চান মিয়া ওরফে চান্দুকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন প্রকৌশল নিউজ এ তথ্য জানান। তিনি বলেন, রোববার সকালে মাওয়ার ঘটনায় দায়েরকৃত মামলার এজহারনামীয় আসামী চান মিয়াকে ঢাকার কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ৩ মে সকালে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে যাত্রী নিয়ে একটি স্পিডবোট বাংলাবাজারের দিকে যাওয়ার সময় কাঁঠালবাড়ি (পুরাতন ফেরিঘাট) ঘাটের কাছে একটি বাল্কহেডের (বালু টানা কার্গো) পেছনে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ২৬ জন নিহত হন।

আহত হয় স্পিডবোটের চালকসহ পাঁচজন। দুর্ঘটনার পর স্পিডবোটের চালক মো. শাহ আলমকে গুরুতর আহত অবস্থায় মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে ওই চালককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

প্রকৌশল নিউজ/এমআরএস