চলমান বিধিনিষেধ বাড়লো ২৩ মে পর্যন্ত, প্রজ্ঞাপন জারি


প্রকৌশল নিউজ :
চলমান বিধিনিষেধ বাড়লো ২৩ মে পর্যন্ত, প্রজ্ঞাপন জারি
  • Font increase
  • Font Decrease

করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার রোধে চলমান চলমান বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়িয়েছে সরকার।

রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে চলমান বিধিনিষেধ ২৩ মে পর্যন্ত বাড়ানোর প্রজ্ঞাপন  জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় পূর্বের সকল বিধি-নিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতার সাথে আরও দুটি বিষয় যুক্ত করে বিধি-নিষেধ আরোপের সময়সীমা আগামী ১৬মে তারিখ মধ্যরাত থেকে ২৩মে তারিখ মধ্যরাত পর্যন্ত বাড়ানো হলো।

প্রজ্ঞাপনে নতুন যুক্ত হওয়া দুইটি বিষয় হচ্ছে, সরকারের রাজস্ব আদায়ের সাথে সম্পৃক্ত সকল দপ্তর/সংস্থাগুলো এই জরুরি পরিসেবার আওতাভুক্ত হবে এবং খাবারের দোকান ও হোটেল-রেস্তোরাগুলো কেবল খাদ্য বিক্রয়/সরবরাহ করতে পারবে।

প্রকৌশল নিউজ/এমআর