সপ্তাহজুড়ে কুয়াশা ও হালকা শীত থাকবে: আবহাওয়া অধিদপ্তর
আগামী সপ্তাহের শুরুতে সারা দেশে শীত আরও জেঁকে বসবে। আর এ সপ্তাহজুড়ে কুয়াশা ও হালকা শীত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে আজ বুধবার মধ্যরাত থেকে কাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত মাঝারি ও ঘন কুয়াশা থাকতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। গত কয়েক দিনের মতো আরও কয়েক দিন কুয়াশার কারণে ফেরি ও নৌ চলাচল ব্যাহত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। তবে মেঘলা আকাশ স্থায়ী হবে না। এ সময় দিনে ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
গত ২৪ ঘণ্টায় (সকাল ৬টা পর্যন্ত) দেশের কোথাও বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। এ সময় সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুড়িগ্রামের রাজারহাটে ১২ দশমিক ৪ ডিগ্রি। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল পটুয়াখালীর খেপুপাড়ায় ২৯ ডিগ্রি।