বিধি-নিষেধ না মানায় বন্ধ চায়না টাউন মার্কেট
প্রকৌশল নিউজ:
সরকারি বিধি-নিষেধ না মানায় রাজধানীর পল্টনের চায়না টাউন মার্কেট বন্ধ করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৪ মে) সকালে বাংলাদেশ দোকান মালিক সমিতি মার্কেটটি বন্ধ করে দেয়।
মাস্ক নিশ্চিত না করলে মার্কেট বন্ধ করে দেওয়া হবে বলে আগেই সতর্ক করে দেওয়া হয়েছিল বলে জানান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন। তিনি বলেন, অন্য কোনও মার্কেটও যদি স্বাস্থ্যবিধি না মানে, সেগুলোও বন্ধ করে দেওয়া হবে।
চায়না টাউন মার্কেট বন্ধ করে দেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, মার্কেটে আসা অধিকাংশ মানুষের মুখে মাস্ক ছিল না। এমনকি দোকানদারদের মুখেও মাস্ক ছিল না। মার্কেটের প্রবেশদ্বারে হ্যান্ড স্যানিটাইজার ছিল না। ‘নো মাস্ক নো সার্ভিস’ লেখা ব্যানার ছিল না।